ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:৩৫ দুপুর  

ছবি: সংগৃহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শুরু হওয়া এই ম্যাচে আগের একাদশই অপরিবর্তিত রেখেছে দুই দলই।

বাংলাদেশ দল নামছে দ্বিতীয় ওয়ানডের একই একাদশ নিয়ে। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজও তাদের আগের একাদশে কোনো পরিবর্তন আনেনি। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে মাত্র দুটি। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টাইগারদের জন্য আজকের ম্যাচ তাই ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই সিরিজের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে সিরিজ হারলেও এখনই শঙ্কা নেই, আগামীতে আরও কয়েকটি সিরিজ বাকি আছে, যেখানে ভালো পারফরম্যান্স করলেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা সম্ভব।

র‌্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকলেই (স্বাগতিক দেশ বাদে) সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। ১৪ দলের ওই আসরে বাকি দলগুলোকে বাছাইপর্বে লড়াই করতে হবে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

বাংলাধারা/এসআর