ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ঠান্ডা-জ্বরে ভুগেও ব্যাট হাতে লড়লেন সাইফ হাসান

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৩৫ দুপুর  

ছবি: সংগৃহিত

সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন অসুস্থ শরীরে। ঠান্ডা ও জ্বরে ভুগলেও নিজের দায়িত্ব থেকে পিছু হটেননি বাংলাদেশের তরুণ ওপেনার সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে অসুস্থতা নিয়েই খেলেছেন তিনি।

তবে মাঠে তার পারফরম্যান্স দেখে বোঝার উপায় ছিল না, তিনি শারীরিকভাবে অসুস্থ। সাইফের ইনিংস দেখে সতীর্থ সৌম্য সরকারও মুগ্ধ। ম্যাচ শেষে তিনি বলেন, “সাইফ অসাধারণ ব্যাটিং করেছে। তার শট সিলেকশন চমৎকার ছিল। মাঝেমধ্যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও ও মানিয়ে নিয়েছে, লড়াই করেছে, ওর জন্য এটা কৃতিত্বের।”

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাইফ বলেন, “তিন দিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছি। দাদা (সৌম্য) আমাকে মাঠে অনেক সহায়তা করেছেন। আমরা ‘এ’ দলে, বিপিএলে ও প্রিমিয়ার লিগে একসঙ্গে ব্যাট করেছি। দাদার সঙ্গে ব্যাটিং করতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি।”

দুই ওপেনারই গড়েছিলেন দারুণ জুটি। ম্যাচে সৌম্য আউট হন ৯১ রানে, আর ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৮০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। যদিও দুজনেরই সামান্য আক্ষেপ রয়েছে, তবে দলকে সিরিজ জিততে সাহায্য করতে পেরে দুজনই সন্তুষ্ট।

সাইফ বলেন, “সেঞ্চুরি না পাওয়াটা অবশ্যই একটু কষ্টের, তবে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে ভালো লাগছে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এটি ছিল সাইফের অভিষেক সিরিজ। শুরুতেই এমন পরিণত ব্যাটিংয়ে অনেকেই দেখছেন বাংলাদেশের ওপেনিং লাইনআপে এক নতুন সম্ভাবনার নাম।

বাংলাধারা/এসআর