ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

চট্টগ্রামে ‘ভালো উইকেটে’ লিটনদের প্রস্তুতি, লক্ষ্য বিশ্বকাপের আগে ছন্দ খোঁজা

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন মিশনে নেমেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ সামনে রেখে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল এখন চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছে। মাত্র দুই দিনের অনুশীলনের পরই মাঠে নামবে টাইগাররা। সিরিজটি শুধু জয়ের লক্ষ্যেই নয়, আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটার-বান্ধব। এখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে ২০০ রানের বেশি ইনিংস দেখা গেছে একাধিকবার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই “স্পোর্টিং উইকেটে” উত্তেজনাপূর্ণ ক্রিকেটের আশা করছেন লিটনরা। কোচ ফিল সিমন্সও এই উইকেটকে ব্যাটারদের পারফরম্যান্স যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন।

লিটন দাসের জন্য সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ছন্দে থাকলেও টি২০তে নিজেকে আরও প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে ভালো উইকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারলে দলের আত্মবিশ্বাসও বাড়বে।

বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে টি২০ ফরম্যাটে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়ে বড় সাফল্য পেয়েছিল দলটি। এরপর শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়ায়। মিরপুরের স্লো উইকেটে পাকিস্তানকে হারানোর পর এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে ভালো ক্রিকেট খেলেছিল টাইগাররা।

যদিও ভারত ও পাকিস্তানের বিপক্ষে জেতার মতো ম্যাচ হারতে হয়েছিল, সেই দুই ম্যাচেই উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। তরুণ এই ব্যাটার ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করেছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ হোয়াইটওয়াশ সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে।

চট্টগ্রাম সিরিজে সাইফের সঙ্গে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও জাকের আলী, সবাই নিজের সেরা ছন্দ দেখানোর সুযোগ পাচ্ছেন দেশের মাটিতে।

সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের এই সিরিজ শুধু জয়-পরাজয়ের নয়, বরং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ও ফর্ম ফিরে পাওয়ার এক গুরুত্বপূর্ণ লড়াই হতে যাচ্ছে লিটনদের জন্য।

বাংলাধারা/এসআর