ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নারী ফুটবল দলকে ৫০ লাখ, হকি দল পাচ্ছে ২১ লাখ টাকার পুরস্কার

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১১:১১ রাত  

ছবি: সংগৃহিত

মাঠের সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের সাম্প্রতিক ঐতিহাসিক অর্জনের জন্য দুই দলকেই সম্মান জানাতে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় এনএসসির এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

ঘোষণা অনুযায়ী, নারী ফুটবল দল পাচ্ছে মোট ৫০ লাখ টাকা। এই অর্থ দলটির খেলোয়াড়, কোচ ও সহকারী কর্মকর্তাসহ মোট ৩১ জনের মধ্যে বণ্টন করা হবে। অন্যদিকে অনূর্ধ্ব-১৮ নারী হকি দলকে দেওয়া হচ্ছে ২১ লাখ টাকা, যেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ২১ জন প্রত্যেকে ১ লাখ টাকা করে পাবেন।

উল্লেখযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে দু’টি দলই সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত জুলাইয়ে মিয়ানমারকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে ইতিহাস গড়ে নারী ফুটবল দল। একই মাসে অনূর্ধ্ব-১৮ নারী হকি দল কাজাখস্তানকে ৬-২ গোলে পরাজিত করে এশিয়া কাপে জিতে নেয় রৌপ্য পদক, যা দেশের হকি ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে।

নারীদের এই অর্জন বাংলাদেশে নারী ক্রীড়ার ক্রমবর্ধমান সাফল্যের প্রতীক হয়ে উঠেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করছে ক্রীড়ামহল।

বাংলাধারা/এসআর