বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করল আফগানিস্তান
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৩:৫৮ দুপুর
ছবি: সংগৃহিত
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের সঙ্গে নির্ধারিত প্রীতি ম্যাচটি বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেই ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। শুরুতে আফগানিস্তানও এতে সম্মতি জানিয়েছিল এবং সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল। কিন্তু হঠাৎ করেই তারা সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে।
বাফুফে সূত্রে জানা গেছে, একই সময় ঢাকায় কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানায়। ফলে নিজেদের সূচিতে পরিবর্তন এনে আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
তবে বাফুফে এখনো প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থাটির এক কর্মকর্তা জানান, “আমরা বিকল্প হিসেবে অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি। ইতোমধ্যে নেপালকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা প্রাথমিকভাবে আগ্রহও দেখিয়েছে।”
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ নেপালে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেখানে কেবল একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। নেপালের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করতে হয়েছিল।
নতুন প্রতিপক্ষ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোচিং স্টাফরা ভারতের বিপক্ষে প্রস্তুতিতে মনোযোগ রাখছেন।
বাংলাধারা/এসআর
