রিটায়ার্ড আউটের ম্যাচে শেষ বলের রোমাঞ্চে সাকিবদের জয়
প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ১০:৩৮ রাত
ছবি: সংগৃহিত
ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-২০)-তে অভিষেক ম্যাচে ব্যাটে-বলে ছন্দ খুঁজে না পেলেও শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস।
ম্যাচে ১২ বলে অপরাজিত ১৬ রান করেন সাকিব। তবে ইনিংসের গতি বাড়াতে শেষের আগেই কৌশলগত সিদ্ধান্তে তাকে রিটায়ার্ড আউট করে পাঠানো হয় অধিনায়ক কাইরন পোলার্ডকে। পোলার্ড দ্রুত আউট হলেও ব্যাট হাতে ঝড় তোলেন রোমারিও শেফার্ড। ক্যারিবীয় এই অলরাউন্ডার ১০ বলে ৩১ রানের তাণ্ডবে এমিরেটস সংগ্রহ দাঁড় করায় ৮ উইকেটে ১৮৫।
তবে বল হাতে দিনটি মোটেও ভালো যায়নি সাকিবের। মাত্র ২ ওভারে ২৭ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি; যার ইকোনমি ছিল দলের মধ্যে সর্বোচ্চ-১৩.৫০।
জয়ের জন্য শেষ ওভারে শারজাহ ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ৪ উইকেট এবং ক্রিজে ছিলেন দিনেশ কার্তিক-আদিল রশিদ। এমন অবস্থায় বল হাতে দায়িত্ব নেন রোমারিও শেফার্ড।
ওভারের চতুর্থ বৈধ বলে দিনেশ কার্তিককে ক্যাচ করান তিনি। শেষ দুই বলে ৭ রান দরকার থাকলেও টিম সাউদি ও আদিল রশিদ তা পূরণ করতে ব্যর্থ হন। ফলে শারজাহ থামে ৭ উইকেটে ১৮১ রানে।
শারজাহর হয়ে টম কোলার-ক্যাডমোর (৫১) ও সিকান্দার রাজার (৬৪) দুটি অর্ধশতক ম্যাচের ফল বদলাতে পারেনি।
ব্যাটে ৩১* আর শেষ ওভারে অসাধারণ বোলিংয়ে ম্যাচসেরা হন রোমারিও শেফার্ড।
বাংলাধারা/এসআর
