ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ইচ্ছে করেই স্টাম্পিং করলেন না পুরান, শেষ পর্যন্ত ঘটনা ঘুরে গেল অন্যদিকে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ক্রিকেটের বিশ্ব আবারো প্রাণবন্ত হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে শুরু হয়েছে আইএল টি-টোয়েন্টি, তার আগে শুরুর অপেক্ষায় রয়েছে বিগ ব্যাশ ও বিপিএল। এবারও এই ধরনের টুর্নামেন্টে ক্রিকেটপ্রেমীদের জন্য ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা।

ডেজার্ট ভাইপার্সের ব্যাটার ম্যাক্স হোল্ডেনকে স্টাম্পিং আউট করার সুযোগ থাকা সত্ত্বেও তা করেননি এমআই এমিরেটসের উইকেটরক্ষক নিকোলাস পুরান। সাধারণত দ্রুতগতিতে রানআউট বা স্টাম্পিংয়ের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হওয়া স্বাভাবিক, কিন্তু এই ক্ষেত্রে পুরান ইচ্ছাকৃতভাবে হোল্ডেনকে আউট করেননি।

ভিডিও ফুটেজে দেখা যায়, হোল্ডেন মন্থর গতিতে ব্যাট করছিলেন। তার ধীরগতির কারণে এমআই এমিরেটসের পক্ষে উইকেট রক্ষা করাটা সহজ হতো, কিন্তু পুরান তা কাজে লাগাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

তবে পুরানের এই কৌশল দীর্ঘ সময় ধরে কাজে লাগেনি। পরবর্তী বলেই হোল্ডেনকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে মাঠ থেকে তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। ৩৭ বল খেলে ৩টি চারসহ ৪২ রান করা হোল্ডেনকে ফিরে যাওয়ার পর, মাত্র ৪ ওভারে ৪১ রান তুলে ভাইপার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৯। শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল এমআই এমিরেটসের; তারা অর্জন করতে পারলো মাত্র ১৪, ফলে মাত্র ১ রানের ব্যবধানে হেরে যায় সাকিব-রশিদ-পুরানদের দল।

এর আগে মন্থর গতিতে রান তোলার কারণে এমআই এমিরেটসই রিটায়ার্ড হার্ট করে তুলে নিয়েছিল সাকিব আল হাসানকে। ১২ বলে ১৬ রান করা সাকিবের সেই পারফরম্যান্সের কারণে পরবর্তী ম্যাচের একাদশেও তার জায়গা হয়নি। কিন্তু ডেজার্ট ভাইপার্সও একই কৌশল ব্যবহার করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

পুরান-হোল্ডেনের এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে আফগান তারকা রশিদ খানের করা ১৬তম ওভারে। টিভি ধারাভাষ্যকাররা বিস্ময় প্রকাশ করে বলছিলেন, “ওহ! তিনি স্টাম্পিং করলেন না। তাকে স্টাম্পিং আউট করলেন না।” এমনকি আম্পায়ারকেও সেই মুহূর্তে মুচকি হাসতে দেখা যায়।

ফলে, ইচ্ছাকৃতভাবে স্টাম্পিং না করেও শেষ পর্যন্ত ক্রিকেট মাঠে ঘটে গেল উত্তেজনাপূর্ণ মোড়, যা ভক্তদের মনে দীর্ঘ সময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাধারা/এসআর