আইপিএলের মাঝেই ওয়ানডে সিরিজ খেলবেন মুস্তাফিজ, বিসিবির বিশেষ ছাড়পত্র
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বড় সুখবর দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ সময়ের জন্য তাঁকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলে আইপিএলের মাঝেই জাতীয় দলের হয়ে সীমিত পরিসরে খেলবেন মুস্তাফিজ।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন মুস্তাফিজ। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হচ্ছে না। ওই সময় তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠ মাতাবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৬ সালের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং শেষ হবে ৩১ মে। এপ্রিলের শুরুতেই যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হয়, তাহলে কেকেআরের সিংহভাগ ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাবেন মুস্তাফিজ।
চলতি মৌসুমের নিলামে কেকেআর মুস্তাফিজকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে। রেকর্ড সম্মানীতে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার।
আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে আর্থিকভাবেও বড় লাভবান হতেন মুস্তাফিজ। কেকেআর ফাইনালে উঠলে দলটি সর্বোচ্চ ২২টি ম্যাচ খেলতে পারে। সে ক্ষেত্রে প্রতি ম্যাচে মুস্তাফিজের পারিশ্রমিক দাঁড়াবে প্রায় ৪১ লাখ ৮১ হাজার রুপি। আর লিগ পর্বেই দল বাদ পড়লে প্রতি ম্যাচে সম্মানী হবে প্রায় ৫১ লাখ রুপি।
তবে জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে তিন থেকে চারটি ম্যাচে অনুপস্থিত থাকতে হতে পারে তাঁকে। সেই অনুযায়ী ম্যাচভিত্তিক সম্মানী কেটে নেবে কেকেআর।
সব মিলিয়ে, জাতীয় দলের প্রতি দায়িত্ব ও আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা দুটোর ভারসাম্য রেখেই ২০২৬ সালের মৌসুমে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাধারা/এসআর
