ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে কারা, বাংলাদেশ না পাকিস্তান?

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে টাইগার যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত বিকেল তিনটার দিকে টস হলে পাকিস্তান জয় পেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ম্যাচটি কার্টেল ওভারে অনুষ্ঠিত হচ্ছে। দুই দলই খেলবে ২৭ ওভারের ইনিংস। মাঠ খেলার উপযোগী হলেও আবহাওয়ার অনিশ্চয়তা থাকায় দর্শকদের মনে তৈরি হয়েছে প্রশ্ন- ম্যাচ আবার বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে উঠবে কোন দল?

আইসিসির ম্যাচ খেলার নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল ঘোষণা করতে হলে উভয় দলকে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। যদি সেটিও সম্ভব না হয় এবং ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই ফাইনালে উঠে যাবে।

অর্থাৎ বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ভাগ্য সহায় হবে বাংলাদেশেরই।

বাংলাধারা/এসআর