প্রতিটি জেলায় সিনেমা হল থাকা উচিত হাসপাতালের মতোই: জাহিদ হাসান
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১১:০৩ দুপুর

ছবি: সংগৃহিত
“প্রতিটি জেলায় যেমন শারীরিক স্বাস্থ্যের জন্য হাসপাতাল প্রয়োজন, তেমনি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য দরকার সিনেমা হল। সুস্থ বিনোদন থাকলে মানুষ নেশা, হানাহানি বা মব জাস্টিসের মতো বিষয় থেকে দূরে থাকবে। যেমন আমাদের শিক্ষা, স্বাস্থ্য আর বাসস্থানের প্রয়োজন, তেমনি বিনোদনের জন্যও সিনেমা হল অপরিহার্য।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
‘উৎসব’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘জাহাঙ্গীর’-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুটিং শেষ হয়ে বহুদিন পেরিয়ে গেলেও এখনো চরিত্রটি তার মধ্যে রয়ে গেছে বলে জানান এই অভিনেতা।
জাহিদ হাসান বলেন, “আমি এখনো জাহাঙ্গীর চরিত্রের মধ্যে ডুবে আছি। সিনেমায় আমার চরিত্রের নাম জাহাঙ্গীর। আসলে আমাদের প্রত্যেক মানুষের মাঝেই এক ধরনের জাহাঙ্গীর লুকিয়ে আছে। কারণ, আমাদের সবার ভেতরেই হিরোও আছে, ভিলেনও আছে। আছে উপলব্ধির শক্তি। মৃত্যু পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের সময় থাকে। কখন মৃত্যু হবে, তা কেউ জানে না। যদি সেই উপলব্ধি থাকে, তাহলে আজ যে কেউ জাহাঙ্গীরের মতো, কাল সে ভালো হয়ে যেতে পারে।”
গত কয়েক বছর ধরে ঈদের সিনেমা মানেই অ্যাকশন বা থ্রিলার, এমনটাই যেন হয়ে উঠেছিল। তবে সেই ধারার বাইরে গিয়ে পারিবারিক সম্পর্ক ও হাস্যরসে ভর করে ঈদে সাফল্য পেয়েছে ‘উৎসব’। এর পেছনে প্রত্যেক শিল্পীর সততাকেই বড় কারণ বলে মনে করেন জাহিদ হাসান।
তার কথায়, “প্রোডাকশন বয় থেকে শুরু করে আমরা যারা এই সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম, সবাই অত্যন্ত সৎভাবে কাজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে কোনো অসৎ অবস্থায় যাইনি। এটাই আমাদের সফলতার মূল কারণ। সিনেমার প্রতিটি দৃশ্যের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে।”
করোনা মহামারির পর বেশ কিছুদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন জাহিদ হাসান। নির্মাতাদের সঙ্গেও তেমন যোগাযোগ হয়নি। ‘উৎসব’-ই তার করোনার পর প্রথম সিনেমা।
তিনি বলেন, “করোনার পর তেমন একটা অভিনয় করা হয়নি। আমাকে অভিনয়ে নেবেন কি না, সেটা নির্মাতাদের ব্যাপার। বলতে গেলে গত কয়েক বছরে সেভাবে সুযোগও আসেনি। ‘উৎসব’-এর মাধ্যমে সেই সুযোগটা এলো। অভিনয় করলাম। দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অন্তত ব্যর্থ হইনি।”
দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ দর্শকের কাছে সিনেমা পৌঁছাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন জাহিদ হাসান। বিশেষ করে জেলা পর্যায়ে সিনেমা হল স্থাপনে জেলা প্রশাসকদের উদ্যোগের আহ্বান জানান তিনি।
জাহিদ হাসান বলেন, “আমার বাড়ি সিরাজগঞ্জে। সেদিন আমার বোন ফোন করে বললেন, এখানে কোনো সিনেমা হল নেই। তাই তারা ‘উৎসব’ দেখতে পারছেন না। এটা শুনে খুব কষ্ট পেয়েছি। সত্যি কথা বলতে, সিরাজগঞ্জের মতো বড় শহরেও সিনেমা হল নেই। তাই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, প্রতিটি জেলায় যেন সিনেমা হল তৈরির উদ্যোগ নেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।”
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মান।
বাংলাধারা/এসআর