ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বহুদিন পর তৌকীরের নাটক, অভিনয়ে শ্যামল-আইশা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৭:৩২ বিকাল  

ছবি: সংগৃহিত

তৌকীর আহমেদ- নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে তার বর্ণিল অভিনয় আর নিখুঁত নির্মাণশৈলী। অভিনয় ও পরিচালনা- দুই ক্ষেত্রেই তিনি নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তবে গত কয়েক বছরে বড় পর্দা বা ছোট পর্দায় খুব বেশি দেখা যায়নি তাঁকে। সর্বশেষ বড় পর্দায় ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাতা হিসেবে দেখা গিয়েছিল তৌকীরকে। এরপর যেন তিনি আড়ালে সরে গিয়েছিলেন।

তবে সেই নীরবতা এবার ভাঙছেন তিনি। ফিরছেন নিজের প্রিয় মাধ্যমে- নির্মাণে, গল্পকার হিসেবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তৈরি করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। নামেই লুকিয়ে আছে এক ধরনের কাব্যিক আবেশ।

সম্প্রতি গাজীপুরের নক্ষত্রবাড়িতে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন দুই তরুণ তারকা শ্যামল মাওলা ও আইশা খান। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলা নাটকের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতারা- আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্তসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শ্যামল মাওলা। তিনি বলেন, তৌকীর আহমেদের নির্মাণ মানেই ভিন্ন কিছু। তাঁর সঙ্গে কাজ করাটা সবসময়ই শিল্পীসত্তার নতুন এক আবিষ্কার। গল্পটা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না, দর্শকের জন্য চমক থাকুক। শুধু বলব, দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে।

অন্যদিকে, আইশা খান জানালেন, শ্যামল মাওলার সঙ্গে ওটিটিতে কিছু কাজ করেছি আগে। কিন্তু এই নাটকের অভিজ্ঞতা একেবারেই আলাদা। তৌকীর ভাইয়ের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। গল্পটা খুব মানবিক, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে।

‘ধূসর প্রজাপতি’ শুধু একটি নাটক নয়। এটি যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প, সম্পর্কের জটিলতা, আর তার ভেতরে লুকানো জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস। তৌকীর আহমেদের হাতে সেই গল্প নতুন করে প্রাণ পাবে বলেই প্রত্যাশা দর্শকের।

 

বাংলাধারা/এসআর