ঢাকা, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

অবশেষে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে শাকিব-বুবলী ও ছেলে বীর

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০৬:৫৬ বিকাল  

ছবি: সংগৃহিত

অনেকটা চুপিসারে হলেও শেষমেশ নিউইয়র্কে এক হলেন ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। দীর্ঘদিন আলাদা থাকলেও ছেলের স্বার্থে এবার একসঙ্গে সময় কাটাতে দেখা গেল তাদের।

সম্প্রতি জানা যায়, শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। এরপর গুঞ্জন ওঠে, বুবলীও যাচ্ছেন সেখানে। গুঞ্জন সত্যি করে, গোপনীয়তা বজায় রেখে বুবলীও পাড়ি জমান নিউইয়র্কে। উদ্দেশ্য, ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়া।

তবে এতসব গোপন পরিকল্পনার পরেও শেষ রক্ষা হলো না। কালের কণ্ঠের হাতে আসা কিছু ছবিতে দেখা যায়, নিউইয়র্কের বিখ্যাত রুজভেল্ট আইল্যান্ডে ঘুরতে বেরিয়েছেন শাকিব খান, বুবলী এবং তাদের সন্তান বীর। একটি কালো গাড়ি থেকে নামার পর শাকিবকে দেখা যায় ছেলের হাত ধরে হাঁটছেন, আর তাদের ঠিক পেছনেই রয়েছেন বুবলী।

ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে নিরিবিলি পরিবেশে ছেলের সঙ্গে সময় কাটাতেই রুজভেল্ট আইল্যান্ডকে বেছে নিয়েছেন তারা।

এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর বুবলী নিজেও তার ফেসবুকে শেয়ার করেছেন কিছু মুহূর্তের ঝলক। সেখানে স্পষ্ট দেখা যায়, শাকিব ও বুবলী দুজনেই ছেলের সঙ্গে হাসিখুশি সময় কাটাচ্ছেন। এসব ছবি ঘিরেই নতুন করে গুঞ্জন, তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-বুবলী?

যদিও বিভিন্ন সময়ে শাকিব খান সাফ জানিয়ে দিয়েছেন, তার জীবনে অপু বিশ্বাস ও বুবলী এখন অতীত। কিন্তু সেই ‘অতীত’ই যেন আবার বর্তমান হয়ে ফিরে এলো, সেটাও দেশের মাটিতে নয়, হাজারো মাইল দূরে নিউইয়র্কে!

প্রসঙ্গত, ঠিক দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরেছিলেন শাকিব খান। সে সময় বলেছিলেন, “আমি চাই জয় যেন স্মৃতিময় একটি সফর পায়।” এবার যেন সেই ইচ্ছারই পুনরাবৃত্তি ঘটলো ছোট ছেলে বীরের ক্ষেত্রেও।

জানা গেছে, এই সফরে কিছুদিন বীরের সঙ্গেই থাকবেন শাকিব খান। তবে চলতি মাসেই দেশে ফেরার কথা রয়েছে এই জনপ্রিয় তারকার।

এই সফর শুধু পারিবারিক পুনর্মিলন নয়, বরং শাকিব-বুবলী সম্পর্কে নতুন জল্পনারও জন্ম দিয়েছে। সম্পর্কের সমীকরণ বদলাবে কি না, তা সময়ই বলবে। তবে আপাতত ছেলে বীরের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন তার বাবা-মা, এটাই যেন সবচেয়ে বড় খবর।

বাংলাধারা/এসআর