ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত : শাকিব খান

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান মনে করেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কখনোই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। তিনি বলেন, দেশের জন্য যাদের ত্যাগ অপরিসীম, তারা সব সময় রাজনীতির ঊর্ধ্বে থাকবেন।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সেই পোস্টকে ঘিরে সমালোচনা উঠলেও প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন তিনি।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, “আমাদের দেশে এখন সব সেক্টরে সংস্কার হচ্ছে। বিশ্বাস করেছিলাম এই পরিবর্তন আমাদের চিন্তা-ভাবনাতেও প্রতিফলিত হবে। তাই আমি মনে করি, দল-মত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ থেকে শুরু করে যেকোনো সময় দেশের জন্য জীবন উৎসর্গ করা সব শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানানো উচিত। তাদের স্মরণ কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে দেখা যায়, অনেক সময় জাতির এই মহান সন্তানদের নাম ও ত্যাগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা দরকার। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিভাজন নয়, বরং একতা ও সংহতি গড়ে তোলাই হওয়া উচিত।”

শাকিব খান পরিষ্কার করে জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং কোনো রাজনৈতিক পদও গ্রহণ করেননি। বরং সময়-সময় তাকে রাজনীতিতে যোগদানের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নাকচ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,“বছরের পর বছর আমাকে রাজনীতিতে আসার অফার দেওয়া হয়েছে, কিন্তু আমি সিনেমার কথা ভেবে সব সময় তা এড়িয়ে গেছি। কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধাও গ্রহণ করিনি। উল্টো অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে কর্মজীবন ও ব্যক্তিজীবনে বাধার মুখে পড়েছি, যা সবারই জানা।”

নিজের সাম্প্রতিক পোস্ট নিয়ে শাকিব খান স্পষ্ট করেন, “আমার উদ্দেশ্য কখনোই কাউকে আঘাত করা ছিল না। কেউ যদি ভিন্ন ন্যারেটিভ খুঁজে পান, সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সব সময় দেশ ও দেশের মানুষের জন্য।”

বাংলাধারা/এসআর