ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় জয়ার আলোচিত আবির্ভাব

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১১:১৬ দুপুর  

ছবি: সংগৃহিত

সিনেমার পর্দায় অভিনয়ে যেমন মুগ্ধ করেন জয়া আহসান, তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত চমকে দেন ভক্তদের। শুক্রবার বিকেলেও ঘটল তেমনই একটি মুহূর্ত। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এই জনপ্রিয় তারকা।

ছবিগুলোতে জয়াকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের একটি স্লিক রোব পরে থাকতে। ধারণা করা হচ্ছে, কোনো বিলাসবহুল হোটেলের বেডরুমেই শুট হয়েছে সেগুলো। সঙ্গে ছিলেন তাঁর টিমের সদস্যরা; ছবিতে একজনকে মেকআপ করতে দেখা গেছে অভিনেত্রীর পাশে।

বিভিন্ন ভঙ্গিমায় দেওয়া জয়ার পোজ অনুরাগীদের নজর কেড়েছে বিশেষভাবে। আধশোয়া ভঙ্গিতে বিছানায় তোলা ছবিগুলো তাঁর বোল্ড লুককে আরও উজ্জ্বল করেছে। একই পোশাকে একাধিক অ্যাঙ্গেল থেকে তোলা ছবিতে ফুটে উঠেছে এক অনন্য আবেদন।

ক্যাপশনে জয়া লিখেছেন, “আমার কাজের জায়গা থেকে”- সঙ্গে ট্যাগ করেছেন টিমের সদস্যদের। অল্প সময়ের মধ্যেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্তদের অনেকে মনে করছেন, এটি হয়তো কোনো বিশেষ ফটোশুট কিংবা আসন্ন কাজের অংশ।

ছবি প্রকাশের পর ভক্তরা সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়েছেন জয়া আহসানকে। কেউ কেউ আবার বিস্মিত হয়েছেন, বয়স বাড়লেও সৌন্দর্য যেন এক বিন্দুও কমেনি, বরং সময়ের সঙ্গে আরও মোহনীয় হয়ে উঠছেন এই তারকা।

বাংলাধারা/এসআর