ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৭:০৭ বিকাল  

ছবি: সংগৃহিত

অনেক দিন ধরেই চলচ্চিত্রের পর্দায় নেই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের বাইরে এখন তিনি মনোযোগী হয়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ডে। তবে মাঝেমধ্যে ভিন্ন ভিন্ন ফটোশুট ও মেকওভারের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন, ভক্তদের চমকে দেন ভিন্ন ভিন্ন সাজে।

শনিবার (২৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় , সাদা শাড়ি, রুপালি কারুকাজ আর অভিজাত গয়নায় সজ্জিত অপু বিশ্বাসকে। কখনো স্নিগ্ধ ভঙ্গি, কখনো মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন ক্যামেরায়।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” মুহূর্তেই ভক্তদের ভালোবাসা ও প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

অভিনয়ে সর্বশেষ অপু বিশ্বাসকে দেখা গেছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এরপর অপু জানান, সামনে তিনি নিজেই চলচ্চিত্র প্রযোজনায় নামবেন এবং দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসবেন।

ভক্তরা এখন সেই নতুন যাত্রার অপেক্ষায় রয়েছেন।

বাংলাধারা/এসআর