ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ঝগড়া করলেও কাউকে অসম্মান করেননি শাহরুখ-সালমান: বিশাল মালহোত্রা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০২:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

অভিনেতা বিশাল মালহোত্রা সম্প্রতি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু অজানা স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এই দুই সুপারস্টারের সম্পর্কের টানাপোড়েন একসময় অনেক দূর গিয়েছিল ঠিকই, তবে কখনও তারা একে অপরকে অসম্মান করেননি বা প্রকাশ্যে খারাপ মন্তব্য করেননি। বরং সবসময় পরিপক্বতার পরিচয় দিয়েছেন।

বিশাল জানান, ২০০৮ সালে কিসমত কানেকশন সিনেমার সময় শঙ্কর-এহসান-লয়ের স্টুডিওতে ডাবিং করতে গিয়ে তার সঙ্গে শাহরুখ খানের প্রথম দেখা হয়। তিনি বলেন, “শাহরুখ ভেতরে ঢুকতেই মাত্র আধ মিনিটের মধ্যে মনে হলো যেন আমরা বহুদিনের চেনা। আশ্চর্যের বিষয় হলো, তিনি আমাকে এমনভাবে স্বাগত জানালেন-যেন আমিই সুপারস্টার, তিনি নন।”

শাহরুখ-সালমানের টানাপোড়েন নিয়েও কথা বলেন বিশাল। তিনি জানান, রিতেশ দেশমুখের জন্মদিনে দুই তারকাকে একই সঙ্গে দেখেছিলেন তিনি। তখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। বিশালের ভাষায়,
“পরিবেশে টানটান উত্তেজনা ছিল। সবাই জানত তারা একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কেউই কখনও প্রকাশ্যে অন্যজনকে নিয়ে খারাপ কিছু বলেননি। বরং কেউ যদি অন্যজনকে খাটো করতে চাইত, সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করে বলতেন, ‘চুপ করো, বেরিয়ে যাও।’ এটাই তাদের পরিপক্বতা। অনেকেই উসকানি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা প্রভাবিত হননি। এজন্যই আজও তারা এত দৃঢ় অবস্থানে।”

সালমান খানের আরেকটি মধুর স্মৃতির কথাও উল্লেখ করেছেন বিশাল। সালাম-এ-ইশক সিনেমার শুটিং চলছিল মেহবুব স্টুডিওতে। হঠাৎ খবর এলো, “সালমান ভাই আসছেন!” সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকল। প্রায় এক ঘণ্টা পর তিনি হাজির হলেন কালো গেঞ্জি আর কালো শর্টস পরে। বিশালের ভাষায়,
“তাকে তখন এতটাই দারুণ লাগছিল, যেন উপস্থিত সবাই একসঙ্গে মুগ্ধ হয়ে গেল। ওটা ছিল তার সহজাত আকর্ষণ। সেলিম স্যার বা আরবাজ ভাইকে দেখলেও বোঝা যায়, পুরো পরিবারটাই সুদর্শন।”

শুটিং সেটে সালমানের সাদাসিধা স্বভাবও বিশালকে মুগ্ধ করেছে। তিনি বলেন, “কেউ তার চুল ঠিক করতে বা মুখে পাউডার লাগাতে চাইলে তিনি সরিয়ে দিতেন, বলতেন ‘প্রয়োজন নেই’। পরে স্টাইলিস্ট একটি কালো জ্যাকেট দিলেন, যেটা তিনি গেঞ্জি-শর্টসের ওপর হেলাফেলায় পরে নিলেন। তারপর শট দিলেন। আশ্চর্যের বিষয়, সেই শটটাই পরে ছবির প্রথম প্রোমো হিসেবে ব্যবহার হয়, আর ছবিটি হয়ে ওঠে বছরের অন্যতম হিট।”

শাহরুখ-সালমানের সম্পর্কের গল্প আর তাদের ব্যক্তিগত অভ্যাস নিয়ে বিশালের এই অভিজ্ঞতাগুলো বলিউডের দুই কিংবদন্তির ভিন্নরকম এক ঝলক তুলে ধরে।

বাংলাধারা/এসআর