সারা বিশ্বে নজরুলের গানের প্রচার ও প্রসার হোক : ফেরদৌস আরা
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:৫০ দুপুর

ছবি: সংগৃহিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘মোরা আর জনমে’।
ফেরদৌস আরা জানান, অনুষ্ঠানে চারটি গান পরিবেশিত হবে। গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে কুয়াকাটায়। প্রমিত সুর ও বাণীতে নজরুলের গান নিয়ে তাঁর দীর্ঘদিনের প্রজেক্ট ‘একক কণ্ঠে হাজার গান’-এর গানগুলো এবার ভিডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম।
তিনি বলেন, “নজরুলের গান নিয়ে এখন অনুষ্ঠান কম হয়। পৃষ্ঠপোষকতার সংকট থাকলেও চ্যানেল আই আন্তরিকভাবে অনুষ্ঠানটি করেছে। এ জন্য আমি কৃতজ্ঞ।”
প্রয়াণ দিবসে ফেরদৌস আরা সকালেই কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বাংলা একাডেমি ও বাংলাভিশনের আয়োজনে গান পরিবেশন করবেন তিনি। আগামী ২৮ আগস্ট অফিসার্স ক্লাব, ২৯ আগস্ট শিল্পকলা একাডেমি, ৩০ আগস্ট ধানমণ্ডি ক্লাব ও ১ সেপ্টেম্বর ফেনীতেও তাঁর গাওয়ার কথা রয়েছে।
মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি আয়োজিত ‘নজরুল কনসার্টে’ শুধু ব্যান্ডদের অংশগ্রহণ নিয়ে সমালোচনার বিষয়ে ফেরদৌস আরা বলেন, “সংগীত হলো বহমান নদীর মতো, এটিকে আটকানো যায় না। নজরুলের গান এত বৈচিত্র্যময় যে ব্যান্ডের পরিবেশনাতেও তা প্রাণবন্ত হয়। তরুণদের কাছেও এভাবে পৌঁছে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “আমার একটাই চাওয়া- দেশে তো বটেই, সারা বিশ্বে নজরুলের গানের প্রচার ও প্রসার ঘটুক।”
বাংলাধারা/এসআর