ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি, শুটিং ফ্লোর ছাড়েন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

বলিউডের রঙিন দুনিয়ায় অনেক সময় এমন পরিস্থিতির জন্ম হয়, যা নায়ক-নায়িকার জন্য হয়ে ওঠে বেশ অস্বস্তিকর। তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। অনিল কাপুরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি হঠাৎ চিৎকার করে সেট ছেড়ে বেরিয়ে যান।

ঘটনাটি ২০০০ সালের। সেই সময় মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি হামারা দিল আপকে পাস হ্যায়। ছবির প্রধান চরিত্রে ছিলেন অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই ও সোনালি বেন্দ্রে। ঐশ্বরিয়া তখন বলিউডে নিজের অবস্থান পাকা করার চেষ্টা করছেন। যদিও তাল ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল, তবু তিনি তখনও ছিলেন ক্যারিয়ারের শুরুর ধাপে।

পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুরের পরামর্শেই তিনি ঐশ্বরিয়াকে নেন ছবিতে। কিন্তু শুটিং ফ্লোরেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

এক শয্যা দৃশ্যের শুটিং চলছিল। বিছানায় অনিল কাপুর ও ঐশ্বরিয়া শুয়ে আছেন। ক্যামেরা ঘোরানো শুরু হতেই অনিল ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে ঐশ্বরিয়া হঠাৎ জোরে চিৎকার করে ওঠেন এবং সেখান থেকে সরাসরি মেকআপ রুমে চলে যান।

ঘটনার পর বলিউডজুড়ে তৈরি হয় তীব্র আলোড়ন। সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তি বোধ করেছিলেন ঐশ্বরিয়া। পরবর্তীতে তার অনুরোধে দৃশ্যটি বাদ দেওয়া হয়।

বাংলাধারা/এএস