শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগে ভোজপুরি ইন্ডাস্ট্রি ছাড়লেন অঞ্জলি রাঘব
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:৪৪ দুপুর

ছবি: সংগৃহিত
শোবিজ দুনিয়ায় সহশিল্পীর হাতে হেনস্তার ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি প্রকাশ্যে এমন এক ঘটনায় তীব্র ক্ষোভ ঝরেছে ভারতের হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি রাঘবের কণ্ঠে। ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে তার শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনাটি ঘটে একটি গানের প্রচার অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন অঞ্জলি রাঘব ও পবন সিং। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় অঞ্জলির কোমরে হাত রাখেন পবন। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
প্রথমে বিষয়টি নিয়ে চুপ থাকলেও পরে এক ভিডিওবার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন অঞ্জলি। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করছেন কেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালেন না, কিংবা কেন হাসলেন। এ প্রসঙ্গে অঞ্জলি জানান, প্রথমে ভেবেছিলেন শাড়িতে হয়তো কোনো ট্যাগ বা কাপড় আটকে গেছে। তাই বিব্রত না হয়ে হাসি দিয়ে এড়িয়ে যান। কিন্তু পরে সহকর্মীরা জানান, আসলে এমন কিছু ছিল না।
অভিনেত্রীর ভাষ্যে, “কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া সবসময়ই ভুল। আর প্রকাশ্যে এভাবে স্পর্শ করা আরও বড় ভুল।” তিনি আরও যোগ করেন, “যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতে হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।”
অঞ্জলি অভিযোগ করেন, পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে ঘুরিয়ে দিতে পারে ভেবেই অনেকে তাকে নীরব থাকতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয়।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অঞ্জলি বলেন, “আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার এবং হরিয়ানার কাজ নিয়েই খুশি।”
বাংলাধারা/এসআর