নামের কারণে বিটিভিতে ‘কালো তালিকায়’ নির্মাতা জিয়াউদ্দিন
প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ০৮:১৭ রাত
_20250901201720_original_13.webp)
ছবি: সংগৃহিত
ছোট পর্দার ব্যস্ত নির্মাতা জিয়াউদ্দিন আলম অভিযোগ করেছেন, শুধু নামের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার নাটক প্রচার করছে না। তিনি বলেন, প্রায় ১৫ বছর ধরে নিয়মিত নাটক জমা দিলেও প্রতিবারই তা বাদ পড়ে গেছে।
ফটোসাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা জিয়াউদ্দিন বর্তমানে নাটক, গান ও শোবিজের নানা কর্মকাণ্ডে সক্রিয়। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে জিয়াউদ্দিন বলেন,“শুধু নামের সঙ্গে ‘জিয়া’ থাকায় আমার নাটকগুলো বিটিভিতে গ্রহণ করা হয়নি। কোনো রাজনৈতিক পরিচয় বা পক্ষপাতের কারণে নয়, কেবল নামের মিল খুঁজে আমার কাজকে বারবার বাদ দেওয়া হয়েছে। এটা নির্মাতাদের প্রতি অবিচার এবং ক্ষমতার অপব্যবহার।”
তিনি আরও জানান, একজন নির্মাতা সমাজের গল্প ক্যামেরায় তুলে ধরেন। সেখানে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত মতাদর্শ প্রভাবিত করার সুযোগ নেই। তবু অযথা কালো তালিকাভুক্ত হওয়া সৃজনশীলতার পরিপন্থী।
বর্তমানে জিয়াউদ্দিন আলমের কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে, স্মার্ট হাসব্যান্ড, শর্তনামা, গুজববাজ ও অপবাদ। পাশাপাশি নতুন দুটি ধারাবাহিক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী বছর বড় পর্দায়ও নাম লেখানোর পরিকল্পনা করেছেন এই নির্মাতা।
বাংলাধারা/এসআর