ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ক্যান্সারের লড়াইয়ে দীপিকা কক্কর: বললেন, “আমার অবস্থা খুব খারাপ”

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ১২:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

যকৃতের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। গত মে মাসে অসুস্থতার খবর নিজেই ভক্তদের জানিয়েছিলেন তিনি। শুরু হয়েছে চিকিৎসা, হয়েছে অস্ত্রোপচারও। ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

দীপিকা জানিয়েছেন, বর্তমানে তিনি খুবই অসুস্থ। ক্যান্সারের চিকিৎসার কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যেই তিনি ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। নিজের ব্লগে তিনি লিখেছেন, “আমার অবস্থা সত্যিই খুব খারাপ। রুহানের মতো সংক্রমণ হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে এটি আরও গুরুতর, কারণ আমি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি। সেই কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে গিয়েছে।”

অভিনেত্রী আরও জানান, চিকিৎসকের পরামর্শে এখন তাঁকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-অ্যালার্জির শক্ত ডোজ নিতে হচ্ছে। তিনি আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে আপাতত প্রচণ্ড দুর্বলতা অনুভব করছেন।

এর আগে আরেকটি ব্লগে দীপিকা জানিয়েছিলেন, দীর্ঘদিনের থেরাপি ও ওষুধের প্রভাবে তাঁর শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে, আলসার, হাতে ফুসকুড়ি, নাক ও গলায় সমস্যা ইত্যাদি। চলতি বছরের মে মাসে অভিনেত্রী ভক্তদের জানিয়েছিলেন, তাঁর দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও বর্তমানে নতুনভাবে সংক্রমণের কারণে আবারও ভুগছেন তিনি।

দীপিকার দৃঢ় মনোবল এবং সাহস ভক্তদের অনুপ্রাণিত করছে। সবাই প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসেন।

বাংলাধারা/এসআর