প্রেমে পড়ে তারপর বিয়ে করবেন পারশা
প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ০৪:০৫ দুপুর

ছবি: সংগৃহিত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিয়ে - কখনোই আপসের মাধ্যমে হওয়া উচিত নয়। তাই তিনি জানালেন, বিয়ে করবেন শুধু নিজের পছন্দের মানুষকেই। তবে এখনো সেই কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পাননি।
পারশার ভাষায়, “আমার হয়তো চাহিদা একটু বেশি, তাই মনের মতো কাউকে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। মানুষ তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজন পাওয়া সম্ভব নয়। হতে পারে উল্টো রকমের কারও প্রেমেই আমি পড়ে গেলাম।”
জীবন নিয়ে আলাদা দর্শন
ধরাবাঁধা নিয়মে নিজেকে আটকে রাখতে চান না পারশা। তিনি বিশ্বাস করেন, জীবনে অনেক কিছুই নিজের মতো করে পাওয়া যায় না। তবে হঠাৎ করেই এমন কারও সঙ্গে মিল হয়ে যেতে পারে, যে তাকে সুন্দরভাবে গ্রহণ করবে এবং যার সঙ্গে জীবনের ছন্দ মিলবে। তখনই নতুন করে ভাববেন বিয়ের ব্যাপারে।
গানই আসল পরিচয়
গান ও অভিনয়- দুই মাধ্যমেই কাজ করছেন পারশা। তবে নিজের আসল পরিচয় তিনি খুঁজে পান গানের ভেতরেই। তার ভাষায়, “আমি এখনো অভিনয়ে পারদর্শী নই। গান আমার আত্মার অংশ। গান ছাড়া আমি অচল। তবে অভিনয়ের পর দর্শকের প্রতিক্রিয়া পেলে অনুপ্রাণিত হই, তখন মনে হয় আরও কাজ করতে হবে।”
বড় পর্দায় তাড়াহুড়া নেই
ক্যারিয়ারের শুরু থেকে বেশ কয়েকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু এখনই বড় পর্দায় নামতে চান না। “অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখছি। সময় নিয়ে একসময় সিনেমা করব। কোনো কিছু নিয়েই আমার তাড়া নেই।”
বাংলাধারা/এসআর