ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সালমান শাহ স্মরণে বৈশাখীতে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ০৭:২৭ বিকাল  

ছবি: সংগৃহিত

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল প্রয়াত হয়েছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ। মৃত্যুর বহু বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা আজও অম্লান।

তার স্মৃতির প্রতি সম্মান জানাতে বৈশাখী টেলিভিশন ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। সকাল ৮:২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আগুন।

অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত দুটি সিনেমাও সম্প্রচার করা হবে। সকাল ১০টায় প্রচারিত হবে ‘অন্তরে অন্তরে’ এবং দুপুর ২:৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘সত্যের মৃত্যু নেই’। এছাড়া দুপুর ১টায় আসিন জাহানের উপস্থাপনায় শুধুমাত্র সিনেমার গান পরিবেশন করা হবে।

দর্শকরা শুনতে পাবেন সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো, যেমন: ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের নায়ক’, ‘বিক্ষোভ’ এবং ‘মহামিলন’।

এই বিশেষ অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

বাংলাধারা/এসআর