ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রয়াত লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শ্রদ্ধায় শেষবারের মতো বিদায় জানান।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন জানান, মায়ের ইচ্ছানুযায়ী তাঁকে কুষ্টিয়ার পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চলতি বছরে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। কিডনি ও মস্তিষ্ক কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সকাল সোয়া ১০টার দিকে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।

বাংলা সংগীতাঙ্গনে লালনসংগীতের অপরাজেয় কণ্ঠ হয়ে ওঠা ফরিদা পারভীনের প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাধারা/এসআর