‘তাহসানকে কখনো আমার গায়ক বলে মনে হয়নি’
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৩৫ দুপুর

ছবি: সংগৃহিত
অভিনয় থেকে সরে আসার পর এবার গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে ভক্তদের উদ্দেশে তিনি জানান, এটাই তাঁর শেষ সংগীত সফর।
মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় গান করে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে তাহসান বলেন, “সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে। এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই ‘দূরে তুমি দাঁড়িয়ে’, দেখতে কেমন লাগে বলুন তো?”
তাহসানের এ ঘোষণায় ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন, আবার অনেকে দুঃখ প্রকাশ করছেন।
এই প্রসঙ্গে সমকালীন সংগীতশিল্পী অনন্যা আচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “তাহসানকে আমি কখনো গায়ক হিসেবে দেখিনি। তিনি অভিনয় করলেই ভালো হতো, গান করার কী প্রয়োজন ছিলো? স্যরি টু সে… কিন্তু তাঁকে কখনো গায়ক মনে হয়নি।”
তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে অনন্যা আবারও ব্যাখ্যা দেন। তিনি লিখেন, “নিজস্ব মত প্রকাশের অধিকার সবারই আছে। আমি আমার মতামত জানিয়েছি। এতে কারও আঘাত লাগলে সেটা আমার নিয়ন্ত্রণে নেই।”
তাহসানের সংগীত ছাড়ার সিদ্ধান্তে একদিকে যেমন তাঁর দীর্ঘদিনের ভক্তরা ভেঙে পড়েছেন, অন্যদিকে সমসাময়িক শিল্পীদের মন্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
বাংলাধারা/এসআর