গায়ক আসিফ আকবর বিসিবি নির্বাচনে প্রার্থী
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:২৭ দুপুর

ছবি: সংগৃহিত
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
এক সময় ক্রিকেটার হিসেবে খেলা শুরু করা আসিফ নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুলজীবন থেকে কুমিল্লা লীগে অংশ নিতেন তিনি এবং কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজে অধিনায়কত্বও করেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে দুই মাসের সফরে থাকা আসিফ জানিয়েছেন, কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা তার প্রধান লক্ষ্য। তিনি বলেন,
“কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লীগ হচ্ছে না। বিসিবিতে আসলে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব।”
নিজে কাউন্সিলর হওয়ার আগ্রহ না থাকলেও সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনুরোধে দায়িত্ব নেন আসিফ। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে তিনি ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র আজ বিতরণ শুরু হচ্ছে এবং আগামীকাল জমা দিতে হবে।
বাংলাধারা/এসআর