অবশেষে মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৩৫ দুপুর

ছবি: সংগৃহিত
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে মুক্তির অপেক্ষায়। ২০২১ সালে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
পরিচালক সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পপি ও আমিন খানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, ছবিটির শুটিং শুরু হয়েছিল ‘সাহসী যোদ্ধা’ নামে। পরবর্তীতে করোনার সময় শেষ লটের শুটিং সম্পন্ন করে নাম বদলে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।
পপির ক্যারিয়ারের শুরুর গল্পও কম আলোচিত নয়। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে শোবিজে আসেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয় করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ (১৯৯৭)।
প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনবার- ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য।
বাংলাধারা/এসআর