ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

১৩ বছরে বক্স অফিসে নেই হিট, তবু ১০ হাজার কোটির মালিক জুহি চাওলা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৫:১৭ বিকাল  

ছবি: সংগৃহিত

বলিউডের রূপালি পর্দার সেই নাম, যে নব্বইয়ের দশকে সিনেমার শীর্ষে বিরাজ করতেন, এখনো ব্যক্তিত্ব ও মিষ্টি হাসি দিয়ে অনুরাগীদের মুগ্ধ করছেন। ১৩ বছর ধরে কোনো বড় হিট সিনেমা না থাকলেও জুহি চাওলা এখন ভারতের সবচেয়ে ধনী নারী অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তিনি ৭৭৯০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি) সম্পত্তির মালিক।

জুহির এই অর্থ মূলত চলচ্চিত্র থেকে নয়, বরং তার এবং স্বামী জয় মেহতার ব্যবসা থেকে এসেছে। তাদের ব্যবসার মধ্যে রয়েছে রেড চিলিজ প্রোডাকশন হাউস এবং বিশ্বজুড়ে পরিচিত নাইট রাইডার্স ক্রিকেট দল। এই দাপটের কারণে জুহি শুধু ভারতের নয়, বিশ্বব্যাপী অন্যতম ধনী তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন।

জুহি চাওলা নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম শীর্ষ তারকা ছিলেন। শাহরুখ খানের সঙ্গে তার অনস্ক্রিন রোম্যান্স এবং বন্ধুত্ব এখনও দর্শকের মনে সতেজ। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন তিনি গোপনে জয় মেহতাকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

গত দেড় দশকে জুহি কম ছবিতে দেখা গেলেও, যেমন- গুলাব গ্যাং, চক অ্যান্ড ডাস্টার, এক লাড়কি কো দেখা তো আইসা লাগা, শর্মাজি নামকিন, ফ্রাইডে নাইট প্ল্যান। এই সমস্ত সিনেমা প্রায় সবই সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। তার সর্বশেষ বক্স অফিস সাফল্য ছিল ২০১২ সালের অজয় দেবগনের ‘সন অফ সরদার’, যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

অল্প সিনেমায় থাকলেও, জুহির ব্যক্তিত্ব, ব্যবসায়িক কৌশল এবং বিনিয়োগ জ্ঞান তাকে আজকের উচ্চতম অবস্থানে নিয়ে এসেছে। চলচ্চিত্র নয়, তিনি নিজেই হয়ে উঠেছেন এক শক্তিশালী ব্র্যান্ড।

বাংলাধারা/এসআর