ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি সেনাদের ওপর রকেট ছুড়ল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ১১:৫৬ রাত  

দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) মারুন আল-রাস গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ।

 

এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ।

 

অপরদিকে দখলদার ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছে। এরআগে দুই ব্রিগেড সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল।

 

সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সোমবারও হিজবুল্লাহ ১৩০টি রকেট ছুড়েছে।

এছাড়া আজই ইসরায়েলে একটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের মিসাইল হামলার কারণে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হুথিদের মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল।