গাজায় নতুন করে ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১১:২৩ দুপুর
_20250729112330_original_36.webp)
ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক আইন অমান্য করে গাজায় লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আলজাজিরার খবরে বলা হয়েছে, সোমবারের (২৮ জুলাই) ধারাবাহিক হামলায় নতুন করে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গুলিবর্ষণ ও বিস্ফোরণের পাশাপাশি গাজার মানুষ অনাহারেও মৃত্যুবরণ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শুধু খাদ্য সংকট ও অপুষ্টিজনিত কারণে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টার প্রাণহানির এই পরিসংখ্যানও পূর্ণাঙ্গ নয়। বহু হতাহতকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা অসংখ্য মানুষ এখনও উদ্ধার অপেক্ষায় রয়েছেন।
এদিকে আন্তর্জাতিক চাপ ও ভয়াবহ মানবিক পরিস্থিতির মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) গাজার আল-মাওয়াসি, মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এবং উত্তরাঞ্চলের গাজা শহরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে। এই অঞ্চলগুলোকে ‘মানবিক এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই গাজায় আকাশপথে বহুদিন পর আবারও ত্রাণ পাঠানো শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। জর্ডান সরকার জানিয়েছে, তারা প্রথম দফায় ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে সরবরাহ করেছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছে যে, এই এয়ারড্রপ কোনোভাবেই সড়কপথে নিয়মিত ত্রাণ সরবরাহের বিকল্প হতে পারে না।
বাংলাধারা/এসআর