ছাত্রদলের ছাত্রসমাবেশ দুপুর আড়াইটায়, শাহবাগে উপচে পড়া জনস্রোত
প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০২:০৮ দুপুর

ছবি: সংগৃহিত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ।
রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ। তবে এর আগেই সকাল থেকে রাজধানীসহ সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এসে জড়ো হওয়ার প্রবল সাড়া দেখা যাচ্ছে।
দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, সমাবেশস্থলে মূল মঞ্চ তৈরি শেষ হলেও এখনো চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা, সবাই মেতে আছেন স্লোগানে: ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘জিয়া আমার চেতনা’, এসব স্লোগানে মুখর হয়ে উঠেছে শাহবাগ এলাকা।
দীর্ঘ যাত্রা আর প্রচণ্ড গরম সত্ত্বেও নেতাকর্মীদের মধ্যে ক্লান্তির চেয়ে উচ্ছ্বাসই বেশি। কেউ মিছিল করছে, কেউ রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ চিৎকার করে স্লোগানে অংশ নিচ্ছে। যান চলাচল বন্ধ থাকায় শাহবাগ মোড়ের বেশ কিছু জায়গায় নেতাকর্মীদের বসে থাকতে দেখা গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির বলেন, “আজকের সমাবেশ ছাত্রদলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। অতীতে শাহবাগে যত রাজনৈতিক বা ছাত্রসমাবেশ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় জমায়েত আজ আমরা উপহার দেব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা আজকের সমাবেশে প্রমাণিত হবে।”
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানই আমাদের প্রেরণা।”
সমাবেশকে কেন্দ্র করে জনসমাগম বেড়ে যাওয়ায় শাহবাগ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিকল্প পথে চলাচলের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
দিনভর এই ছাত্রসমাবেশ ঘিরে উত্তাল থাকবে শাহবাগ এলাকা—এমনটাই মনে করছেন উপস্থিত নেতাকর্মী ও পর্যবেক্ষকরা।
বাংলাধারা/এসআর