ঢাকা, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ১২:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকায় রোববার (৩ আগস্ট) সকালটা রোদের ঝলকানিতে শুরু হলেও দিনের বেলায় বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকালে (৭টা) থেকে ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে এসব এলাকায় কোনো ধরনের সতর্কতা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নৌচলাচল স্বাভাবিক রয়েছে এবং বড় কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

বৃষ্টির সম্ভাবনায় সঙ্গে রাখতে পারেন ছাতা বা রেইনকোট, আর নৌযাত্রায় রয়েছেন নিশ্চিন্তে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাধারা/এসআর