ঢাকা, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপের সব ম্যাচ আবুধাবিতে, ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০২, ২০২৫, ১১:২৫ রাত  

ছবি: সংগৃহিত

এশিয়া কাপ ২০২৫ আয়োজনের ভেন্যু ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটির দুই শহর আবুধাবি ও দুবাইয়ে। আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়েছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টাইগারদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে খেলবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে। ১৯ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হবে ওমান।

গ্রুপ পর্ব শেষে প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব। এই পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। সেখান থেকে সেরা দুই দল উঠবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

প্রথমে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা ছিল ভারতের মাটিতে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়।

উত্তপ্ত রাজনীতি পেরিয়ে এবার মরুর দেশে গড়াবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। উত্তেজনায় ঠাসা ম্যাচগুলো ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ভাসছে ক্রিকেটভক্তরা।

বাংলাধারা/এসআর