সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ : ড. আলী রীয়াজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:২৬ দুপুর

ছবি: সংগৃহিত
সংস্কার প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপরই নির্ভর করছে বাংলাদেশের আগামী দিন, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তার মতে, এ প্রক্রিয়াকে কার্যকর করতে হলে সমাজের সব স্তরের সহযোগিতা জরুরি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায়।
ড. আলী রীয়াজ বলেন, “সংস্কার প্রক্রিয়া নিয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এটি আমাদের জন্য ইতিবাচক একটি দিক।”
তিনি আরও জানান, ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। বরং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সরকার বাস্তবায়ন করবে সংস্কারের সিদ্ধান্ত। একইসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শকেও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এ প্রক্রিয়ায়।
বাংলাধারা/এসআর