জাকসু নির্বাচন সুষ্ঠু হোক, আল্লাহর কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৩৪ রাত

ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হোক, এ কামনায় আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন, যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পূর্ববর্তী যেকোনোবারের চেয়ে ভালো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক উন্নত বলে জানান তিনি।
জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রায় ৮০ হাজার সেনা, নৌ, বিমানবাহিনীসহ বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ দায়িত্ব পালন করবে।”
এদিন পাসপোর্ট অফিসের সেবার মান উন্নয়নের বিষয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এখন পাসপোর্ট প্রক্রিয়ায় আগের চেয়ে কম সময় লাগছে। আরও দ্রুত সেবা দিতে কাজ চলছে। এ ছাড়া নাগরিক সেবাকেন্দ্র চালু হওয়ায় পাসপোর্ট পাওয়া সহজ হয়েছে এবং প্রক্রিয়া সহজ করতে পুলিশ ভেরিফিকেশনও বাতিল করা হয়েছে।
পাসপোর্ট অফিসে জনবল সংকটের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর জনবলের ওপর জোর দেওয়া হলেও অফিসে যেন জনবল ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাধারা/এসআর