ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৫৭ রাত  

ছবি: সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনীতিবিদ-গবেষক অধ্যাপক আলী রীয়াজ সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই নয়, দেশের জাতীয় নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “নির্বাচন একটি অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না। রাজনৈতিক দলগুলোর সাড়া আমরা পেয়েছি, তবে এখনই প্রক্রিয়াটি চূড়ান্ত করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তার প্রভাব শুধু রাজনৈতিক অস্থিতিশীলতা নয়, জাতীয় নিরাপত্তাতেও পড়বে।”

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের সংকট কেবল সময়ের কারণে নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার কারণে ভয়াবহ রূপ নিয়েছে। “আমরা কেবল সরকার বদল নয়, একটি সংহত গণতন্ত্র চাই। কিন্তু কাঠামোগত পরিবর্তন ছাড়া নির্বাচন হলে ফল হবে একই—একটি দল ক্ষমতায় যাবে, আরেকটি বিরোধীতে থাকবে। এতে মৌলিক কোনো পরিবর্তন ঘটবে না।”

আলী রীয়াজ মনে করেন, শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল, তা ভাঙনের মুখে পড়েছে। এজন্য দলগুলোর মধ্যে স্পষ্ট সমঝোতা প্রয়োজন। তার ভাষায়, “আমরা যদি এ নির্বাচনের মাধ্যমে স্পষ্ট করে বলতে পারি, রাষ্ট্র কাঠামোতে কী ধরনের পরিবর্তন চাই, তাহলে গণতন্ত্রকে সত্যিকার অর্থে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

গোলটেবিল বৈঠকের সূচনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা।

বাংলাধারা/এসআর