ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো অধীনে চাকরি করার জন্য জন্মায়নি; বরং প্রত্যেকের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, আজকের বিশ্বে মানুষ বিভিন্নভাবে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে, যার পেছনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির কল্যাণেই বাংলাদেশ এখন বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তিনি মনে করেন, এ সুযোগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোই সময়ের দাবি।

তিনি আরও বলেন, সরকার চায় দেশের প্রতিটি মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাক। নতুন ভবনের মাধ্যমে পিকেএসএফের কাজের পরিসরে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পিকেএসএফের অগ্রগতির প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, প্রতিষ্ঠানটি কাঠামো ও নীতিমালায় ইতিমধ্যেই আধুনিকতা এনেছে। এখন বিনিয়োগকেন্দ্রিক পদক্ষেপ নেওয়া হলে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বর্তমান প্রজন্ম অতীতের তুলনায় অনেক বেশি উদ্যমী ও অগ্রসর, যা দেশের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

তিনি উল্লেখ করেন, দেশের কয়েক লাখ তরুণ-তরুণী ইতোমধ্যেই ক্ষুদ্র উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবে আইন-কানুনে যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনে সংস্কার করতে হবে। পাশাপাশি, পিকেএসএফের নিজস্ব আইন সম্প্রসারণের সুযোগও খতিয়ে দেখা প্রয়োজন বলে মত দেন তিনি।

বাংলাধারা/এসআর