যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর বিষয়ে ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:১৭ দুপুর

ছবি: সংগৃহিত
কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের মুক্তির বিষয়ে সরকার গুরুত্বসহকারে আলোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের কারাগারে নানা ধরনের সমস্যা রয়েছে, সংস্কারের প্রয়োজনও অনেক। বাজেট সংকটের কারণে বন্দিদের চিকিৎসা ও ওষুধের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে প্রবীণ বন্দিদের অনেকেই দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। এজন্য বর্তমান যাবজ্জীবন কারাদণ্ডের (৩০ বছর) মেয়াদ কীভাবে কমিয়ে তাঁদের মুক্তির সুযোগ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”
তিনি আরও জানান, যাবজ্জীবনের সুনির্দিষ্ট মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি। তবে নারীদের ক্ষেত্রে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি সময়ের সাজা রাখার প্রস্তাব উঠেছে। একইসঙ্গে আসামির বয়সও বিবেচনায় রাখা হবে। উদাহরণ টেনে তিনি বলেন, “কেউ যদি ১৮ বছর বয়সে অপরাধ করে, তাকে যদি ২০ বছর পর মুক্তি দেওয়া হয়, তবে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকতে পারে। তাই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হবে।”
লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুরস্কার ঘোষণার মাধ্যমে প্রতিদিনই অস্ত্র উদ্ধার করা হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও তিনি দাবি করেন।
এসময় তিনি আরও বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে কোনো অভিযোগ আসেনি। আসন্ন জাতীয় নির্বাচনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।”
বাংলাধারা/এসআর