ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:০০ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ কম্পন আঘাত হানে।

শুধু বাংলাদেশেই নয়, ভূমিকম্পের কম্পন ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও টের পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয়ভাবে রিখটার স্কেলে এর মাত্রা ধরা হয় ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে প্রায় ১৩১ কিলোমিটার দূরে, ভুটান সীমান্তসংলগ্ন ভারতের আসাম রাজ্যের উদালগুড়ি জেলার পূর্বদিকে।

অন্যদিকে, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনের মাত্রা ছিল ৪। তাদের হিসাবে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে, ভারতের আগরতলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তরে এবং কুমিল্লা শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এর আগে গত এপ্রিলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েক সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কাছাকাছি এলাকায়। সে সময়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হলেও সচেতনতা ও প্রস্তুতি জরুরি, কারণ এ অঞ্চলের ভূ-প্রকৃতি ভূমিকম্পের জন্য সংবেদনশীল।

বাংলাধারা/এসআর