উপদেষ্টা হওয়ার আগে আমিও ঘুষ দিতে বাধ্য হয়েছি : অর্থ উপদেষ্টা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:২৬ বিকাল

ছবি: সংগৃহিত
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেছেন যে, সেবা খাতে দুর্নীতি এখনও প্রকট আকারে বিদ্যমান। তিনি বলেছেন, “উপদেষ্টা হওয়ার আগেও আমাকেও বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে। কাজ যাতে সময়মতো শেষ হয়, সেই নিশ্চয়তার জন্যই এই অতিরিক্ত টাকা দিতে হয়েছিল।”
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষ দুর্নীতি থেকে মুক্তি চায়। কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে জনগণকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে এর ন্যায্য মূল্য দিতে কারও আপত্তি থাকবে না।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কাজ করছে। তবে অনেকে হয়তো সেই প্রচেষ্টা বাইরে থেকে দেখতে পাচ্ছেন না, তাই হতাশা তৈরি হচ্ছে। তিনি মন্তব্য করেন, “হতাশ হবেন না। আমরা যা করছি তা ইতিবাচকভাবে দেখুন। ভবিষ্যৎ সরকারও এ উদ্যোগগুলোর সুফল পাবে।”
তিনি জানান, এনবিআর ইতোমধ্যে আয়কর রিটার্ন প্রক্রিয়ায় অটোমেশন চালু করেছে এবং আয়কর আইনজীবীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এর ফলে রাজস্ব আদায় হবে আরও গতিশীল। অনলাইনভিত্তিক সেবার প্রসার ব্যক্তি এবং সরকারি, উভয় পর্যায়েই স্বচ্ছতা ও মঙ্গলের পথ তৈরি করবে।
বাংলাধারা/এসআর