জুলাই সনদ নিয়ে সমঝোতার পথে অগ্রসর হতে হবে : প্রধান উপদেষ্টা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৩ বিকাল

ছবি: সংগৃহিত
জাতির নবযাত্রাকে সফল করতে জুলাই সনদ নিয়ে সমঝোতার পথে অগ্রসর হওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে তিনি বলেন, “এ রাস্তা থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে সমঝোতার পথে এগোতে হবে। কথা কঠোর শোনালেও এটাই বাস্তব।”
ড. ইউনূস বলেন, “জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগটি ছাত্র-জনতার অভ্যুত্থান দ্বারা এসেছে। এর একমাত্র সমাধান হলো সমঝোতার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করা। যুক্তি দেয়ার কোনো শেষ নেই, তবে সমাধানের পথে থাকতে হবে। কষ্ট থাকলেও আমরা তা মেনে নিয়ে সামনের দিকে এগোব, কারণ দেশের শান্তিই সর্বোচ্চ শান্তি।”
তিনি সংলাপে অংশগ্রহণকারী রাজনীতিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ পথ অতিক্রম করার পরও বাকি রাস্তাটুকু সুন্দরভাবে অতিক্রম করতে হবে। “আমাদের প্রচেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়; নেপালে দুইদিন আগে শুরু হওয়া প্রক্রিয়ার মতো এটি বিশ্বব্যাপী নজির সৃষ্টি করবে। অতীত ও ভবিষ্যতে এই ধরনের সমস্যা থাকবে, তাই আমাদের সমাধানের পথ সবাই দেখবে।”
ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচন হবে মহোৎসব। যদি আমরা এগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি, তাহলে জাতির নবজন্ম হবে। এত ত্যাগ ও আত্মাহুতি তখনই স্বার্থক হবে।”
ড. ইউনূস ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে উদাহরণ দিয়ে বলেন, “এ গণঅভ্যুত্থান আমাদের হাতে শক্তিশালী এক সুযোগ এনে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো ছোটখাট বিষয়ে আটকে না থেকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নতুন জাতিকে গঠন করা।”
সংস্কারের প্রয়োজনীয়তার উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচারের কোনো পথ যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে। সমঝোতার মাধ্যমে সকলকে একমত হয়ে কাজ করতে হবে। দ্বিমতের কোনো জায়গা নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে সফল করতে আমাদের মহান ঐক্য দরকার। যা করতে হবে, সেটি দৈত্যের হাতে তুলে দেবো এবং আমরা সঠিক পথে অগ্রসর হব। এই একবারের সুযোগে আমরা জাতির মনের আশা পূর্ণ করব।”
ড. ইউনূস সংক্ষেপে বলেন, “ভেতরে কোনো দুশ্চিন্তা রেখে নির্বাচনে প্রবেশ করা যাবে না। উৎসব এখান থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত কাজ সম্পন্ন হলে দেশ নিশ্চিন্ত হবে। অন্যান্য দেশ আমাদের এই প্রক্রিয়া থেকে শেখার চেষ্টা করবে।”
সংলাপের শেষ দিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
প্রধান উপদেষ্টা এসময় সকলকে আহ্বান জানান, কমিশনের কার্যক্রম যেন নিখুঁত ও নির্দোষভাবে সম্পন্ন হয়। “এভাবে আমরা নতুন জাতির সূতিকাগার তৈরি করব। সবাই যাতে নির্বাচন পর্যন্ত কোনো দুশ্চিন্তা ছাড়া এগোতে পারে, সেই আশাবাদ রাখছি।”
বাংলাধারা/এসআর