ডেঙ্গুতে আরও ৫ জনের, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৪০ বিকাল

ছবি: সংগৃহিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগের দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন রয়েছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন রোগী। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে এবং ঢাকার দুই সিটি করপোরেশনে যথাক্রমে বিভিন্ন সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের এ পর্যন্ত মোট ৩৬,৫২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে, আর আক্রান্ত হয়েছেন ৩৮,৫২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বাংলাধারা/এসআর