ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৫৫ দুপুর

ছবি: সংগৃহিত
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান। সেখানে উপস্থিত হয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আনন্দঘন পরিবেশে সামিল হন।
মন্দিরে অবস্থানকালে প্রধান উপদেষ্টা পূজার আয়োজকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় তিনি বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও নানা ব্যস্ততায় তা হয়ে ওঠে না। তবে দুর্গোৎসবের সময়ে অন্তত একবার সামনাসামনি দেখা হওয়া, কথা বলার সুযোগ তৈরি হয়।”
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে নেতারা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যার অংশ হিসেবেই তিনি ঢাকেশ্বরী মন্দিরে আসেন।
বাংলাধারা/এসআর