ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৫৯ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বাসযোগ্য ও সময়মতো নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস জানান, নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের পর সরকার ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব আয়ের জোরদারে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা এক ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এমনকি কিছু ব্যক্তি ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।”

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অল্প সময়ে আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। সংকটময় সময়ে আপনি দায়িত্ব নিয়েছেন এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তি হিসেবে কাজ করছেন।”

তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “এই মূল্যবান সময়ে সাহসী সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।”

ড. ইউনূস স্মরণ করেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সময় নিউইয়র্কে জর্জিয়েভার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর