ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জাতিসংঘ অধিবেশনে গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূসের বার্তা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৪৭ সকাল  

ছবি: সংগৃহিত

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে। “একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর এবং আরও বেশি” প্রতিপাদ্যে এবার এক মঞ্চে মিলিত হবেন বিশ্বের ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। তার বক্তব্যে জুলাই অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং রোহিঙ্গা সংকট সমাধানের জোরালো দাবি থাকবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা কার্যালয় জানিয়েছে, অধিবেশনের পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে বৈঠক। এসব বৈঠকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

এবারের অধিবেশনে এসডিজি অর্জনের অগ্রগতি, জলবায়ু সংকট মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং ফিলিস্তিন-গাজা পরিস্থিতি প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। বাংলাদেশও এসব আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেবে।

ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জাতিসংঘ সূত্রে জানা গেছে, ড. ইউনূসের প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই সম্মেলন থেকে প্রত্যাবাসনের একটি সময়সীমাবদ্ধ রূপরেখা আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/এসআর