ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতায় বাংলাদেশ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৪৭ দুপুর  

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর - জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কোসোভোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বৈঠকগুলো বাংলাদেশের সঙ্গে এসব দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বুধবার প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। এরপর জাতিসংঘ সদর দপ্তরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে আলাদা বৈঠক সম্পন্ন করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামি নির্বাচন, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশ সফর করবেন। এছাড়া রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধির উপায় নিয়েও বৈঠকে আলাপ হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস ইতালিবাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে। ফিনল্যান্ডের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস সাম্প্রতিক বন্যায় পাকিস্তানের ক্ষতির প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলাপ করেন। কোসোভা, যদিও ছোট দেশ, গত দুই বছরে ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে অবস্থান করছে, যা বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়।

এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন, যেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ মার্কিন শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে আসা ছয়জন বাংলাদেশি রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত থেকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় লাভ করেন।

শফিকুল আলম বলেন, এই চারটি বৈঠক বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

বাংলাধারা/এসআর