‘শাপলা’ প্রতীক না দেওয়ার কারণ প্রকাশ করা হবে না : সিইসি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:১৩ বিকাল

ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়ার পেছনের কারণ ব্যাখ্যা করবে না। তিনি জানান, প্রথমে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই প্রতীক চেয়েছিল, তাদেরও অনুমোদন দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের নিজ দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে সিইসি বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয়, সেটা আমরা দেখব। এটি কোনো হুমকি নয়; এটি কমিশনের সিদ্ধান্ত। আমরা কারও প্রভাবেই কাজ করি না এবং সর্বদা নিরপেক্ষ থাকি।”
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে কোনো সংশয় নেই বলে জানিয়ে তিনি বলেন, “সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এর জন্য আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।”
বাংলাধারা/এসআর