ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নির্বাচনে পক্ষপাত সহ্য করবে না ইসি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনাররা সতর্ক করে বলেছেন, কোনো ধরনের পক্ষপাত আচরণ বরদাশত করা হবে না, আর এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকেই বহন করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ এসব বার্তা দেন সিইসি ও কমিশনাররা। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকারের পূর্ণ আস্থা রয়েছে কমিশনের ওপর। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। বিশেষ পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষ প্রস্তুতি নিতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করাই এখন বড় চ্যালেঞ্জ। তাই আসন্ন নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং।

কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন ইতিমধ্যেই প্রমাণ করেছে তাদের মেরুদণ্ড আছে। কারও প্রতি পক্ষপাত না দেখিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

অন্যদিকে কমিশনার রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন কমিশনের ওপর অর্পিত আমানত। এর জবাবদিহি ইহকাল ও পরকাল দুই ক্ষেত্রেই দিতে হবে। ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তারা জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে নিজেদের নানা দাবি-দাওয়াও তারা তুলে ধরেন।

বাংলাধারা/এসআর