ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দেশে ফের ভূমিকম্প, যশোর মনিরামপুর কেন্দ্রবিন্দু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:৩১ দুপুর  

ছবি: সংগৃহিত

শুক্রবারের পর এবার আবারও দেশে ভূমিকম্পের ঝাঁকুনির অনুভূতি মিলেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের বলেন, “আজ যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি একটি নিম্ন মাত্রার ভূমিকম্প।”

এটি চলতি মাসে দেশের তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারপর মাত্র সাত দিনের ব্যবধানে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ৪ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে।

বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, এ ধরনের নিম্ন মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতি সৃষ্টি করে না, তবে সচেতন থাকা সবসময়ই জরুরি।

বাংলাধারা/এসআর