কল রেকর্ড ফাঁসের শঙ্কায় টেলিফোনে কথা বলি না : সিইসি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:০৮ দুপুর

ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কথা বলেন না। রাজনৈতিক নেতাসহ কারও ফোন ধরেন না, তবে সরাসরি মুখোমুখি আলোচনা করতে তিনি আগ্রহী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত নির্বাচনী সংলাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “ফোনে কথা বললেই রেকর্ড ফাঁস হওয়ার ভয় থাকে। তাই ফোন ধরি না। অনেকে বলে, সিইসি ফোনে কথা বলেন না এটা ঠিক। তবে আমার দরজা সবার জন্য খোলা। আপনারা সরাসরি আসুন, আমি কথা বলবো। প্রয়োজনে লিখিত প্রস্তাব দিন।”
সংলাপে সভাপতিত্ব করেন সিইসি নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, কবি মোহন রায়হান, টিআইবির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গেও ইসির অবস্থান তুলে ধরেন সিইসি। তিনি বলেন, “এআই-এর ঝুঁকি সম্পর্কে আমরা সচেতন। এ নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।”
আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের অবস্থান তুলে ধরে নাসির উদ্দিন বলেন, “আমরা চাই নির্বাচন এমন হোক যাতে সবাই স্বচক্ষে দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকরা আসতে চাইলে আমরা স্বাগত জানাবো, আর দেশীয় পর্যবেক্ষকদেরও সর্বোচ্চ সুযোগ করে দিতে চাই। অতীতে যেভাবে হত, এবার সে রকম হবে না। পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা ফেরত আনা হচ্ছে।”
সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “মানুষকে বলুন যেন নির্বাচনে আসে। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন করতে চাই। আমাদের দরজা সবসময় খোলা, আপনাদের সুপারিশ আমরা গ্রহণ করবো।”
বাংলাধারা/এসআর